ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, ডিসেম্বর ৩, ২০১৯
গাইবান্ধায় শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধা শহর থেকে শাহীন মিয়া (৩২) নামে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নয়টি নাশকতা মামলা রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। শাহীন মিয়া বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক।

তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরারপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, শাহীনের নেতৃত্বে গত ২০১৩-১৪ সালে গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় যানবাহন ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের শতাধিক ঘটনা সংঘটিত হয়। এসব ঘটনায় তার বিরুদ্ধে নয়টি মামলা দায়ের হয়। যা গাইবান্ধা আদালতে বিচারাধীন।

তিনি পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে দুপুরে গাইবান্ধা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।