ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শান্তি পরিষদের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জুন ১৩, ২০২০
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শান্তি পরিষদের শোক

ঢাকা: বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শান্তি পরিষদ।

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে শান্তি  পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান বলেন, তার মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতির এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। শান্তি পরিষদ নেতারা এ দেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তার মৃত্যুতে শান্তি পরিষদ প্রকৃত বন্ধুকে হারালো।  

বাংলাদেশ শান্তি পরিষদের এই দুই নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।