ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিপিবির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জুন ১৩, ২০২০
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিপিবির শোক

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ শোক প্রকাশ করেন।

তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মোহাম্মদ নাসিম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

তার মৃত্যুতে আমরা সিপিবির পক্ষ থেকে শোক প্রকাশ করছি।

বিবৃতিতে সিপিবির নেতারা মোহাম্মদ নাসিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১৩, ২০২০
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।