ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি মোকাব্বির খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জুন ১৫, ২০২০
শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি মোকাব্বির খান

ঢাকা: শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

সোমবার (১৫ জুন) মোকাব্বির খানের এপিএস মো. জুবের খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুবের খান জানান, স্যার কয়েকদিন যাবত অসুস্থ বোধ করছিলেন।

তিনি ঢাকায় সংসদ এলাকায় বাসায় অবস্থান করছিলেন। সোমবার শ্বাসকষ্ট বাড়ায় বিকেল তিনটার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। তিনি করোনায় আক্রান্ত কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, শুনেছি তিনি অসুস্থ, সিএমএইচে গেছেন। আমি তার সুস্থতা কামনা করছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির খান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।