ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ’লীগ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না: লেবার পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, জুন ১৬, ২০২০
আ’লীগ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না: লেবার পার্টি

ঢাকা: আওয়ামী লীগ মুখে সংবাদপত্রের স্বাধীনতার কথা বললেও তারা বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান।

তারা বলেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালের ১৬ জুন ৪টি পত্রিকা রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সংবাদপত্র ও সাংবাদিকদের নানা কালাকানুনের মাধ্যমে কণ্ঠরোধ করে।

তাই আওয়ামী লীগের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা মানায় না।

মঙ্গলবার (১৬ জুন) সংবাদপত্রের কালো দিবস স্মরণে লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বতের সই করা এক বিবৃতিতে তারা একথা বলেন।

নেতারা বলেন, বতর্মান আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। আইসিটি আইনের মোড়কে সাংবাদিকদের নির্যাতন-নিপীড়নের পথ সৃষ্টি করা হয়েছে। তাই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে চলমান নির্যাতনের হাত থেকে দেশবাসীকে রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।