ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, জুন ১৯, ২০২০
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ করোনা আক্রান্ত

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।



শুক্রবার (১৯ জুন) বাংলানিউজকে নির্মল রঞ্জন গুহ বলেন, গত দুই-তিন দিন ধরে জ্বর অনুভব করছিলাম। এরপর করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা দেই। বৃহস্পতিবার রাতে রিপোর্ট পেলাম। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। তবে এখন আমি বড় ধরনের সমস্যা অনুভব করছি না। বাসায়ই আছি। আমি সবার কাছে  দোয়া চাই যাতে দ্রুত ভালো হয়ে উঠতে পারি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।