ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক উজ্জল বহিষ্কার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৫, জুলাই ২, ২০২০
ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক উজ্জল বহিষ্কার

সাভার (ঢাকা): চাঁদাবাজির অভিযোগে সদ্য পুলিশের হাতে আটক ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জলকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক নোটিশে তাকে বহিষ্কার করা হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (১ জুলাই) থেকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে উজ্জলকে বহিষ্কার করা হয়।

এর আগে, গত শুক্রবার (২৬ জুন) রাতে চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকার ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ