ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, আগস্ট ১১, ২০২০
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতার মৃত্যু রাসেল মোল্লা

গোপালগঞ্জ: সন্ত্রাসী হামলায় আহত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা মারা গেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে খুলনার হেলথ কেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাসেলের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন খালু মাহামুদ কাজীর দ্বন্দ্ব রয়েছে। গত ২৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঘোষেরচর কলাবাগান এলাকার বাসায় ফিরছিলেন রাসেল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে রাসেলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন তার খালু মাহামুদ কাজীসহ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ৩০ জুলাই গোপালগঞ্জ সদর থানায় রাসেল মোল্লার মা বাদী হয়ে মামলা করেন। মামলায় মাহামুদ কাজীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো পাঁচ/ছয়জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ