ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে বরিশালে মোমবাতি প্রজ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে বরিশালে মোমবাতি প্রজ্বলন

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের সব শহীদের স্মরণে বরিশালে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বরিশাল নগরের জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল বিভাগীয় শাখা।

মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি সংগঠনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, সঙ্গীতশিল্পী কমল ঘোষ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মাহিদ প্রমুখ।

এসময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এমএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।