ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাগমারায় ইয়াবাসহ যুবদল নেতা রুবেল আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, আগস্ট ১৫, ২০২০
বাগমারায় ইয়াবাসহ যুবদল নেতা রুবেল আটক

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলা থেকে ইয়াবাসহ রুবেল হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। রুবেল  বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে র্যারব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) বাগমারার খাজাপাড়া-ভবানীগঞ্জ সড়কের সূর্যপাড়া এলাকা থেকে র্যা ব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রুবেলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুবেলের বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামে। তিনি একজন ইয়াবাসেবী ও ব্যবসায়ী। রুবেল বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করেন। গত মার্চে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়ে তিনি বেশ কিছুদিন কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে এসে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।  

তার বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।