ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভার্চ্যুয়াল বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারকে আমন্ত্রণ বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
ভার্চ্যুয়াল বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারকে আমন্ত্রণ বিএনপির ...

ঢাকা: দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক করবে বিএনপি। বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে একটি সূত্র জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটি ও কূটনৈতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের প্রায়ই দেখা-সাক্ষাৎ হয়। এটা তারই অংশ।

সূত্র জানায়, বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিএনপি দলীয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির আগে প্রায় প্রতি মাসেই কূটনীতিকদের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক বৈঠক হতো। করোনার কারণে গত ৪/৫ মাস কোন বৈঠক হয়নি। আগামী মাসে কূটনীতিকদের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক করবে দলটি। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিটিশ হাইকমিশনারকে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।