ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জনসংহতি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ কান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, আগস্ট ২৮, ২০২০
জনসংহতি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ কান্তি ...

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পেলেন সুভাষ কান্তি চাকমা। তিনি এতদিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকন ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১৩ আগস্ট অসুস্থতাজনিত কারণে পার্টির কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে মারা যান। তার মৃত্যুর কারণে পদটি শূন্য হয়ে যায়। পার্টির সিদ্ধান্তে সুভাষ কান্তি চাকমা প্রয়াত তাতিন্দ্র লাল চাকমার স্থলাভিষিক্ত হলেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।