ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, সেপ্টেম্বর ৪, ২০২০
জাপার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর

ঢাকা: জাতীয় সংসদের শূন্য হওয়া ঢাকা-৫ ও ১৮, নওগাঁ-৬ এবং সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের ভার্চ্যুয়াল সাক্ষাৎকার শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জাতীয় সংসদের শূন্য হওয়া আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের ভার্চ্যুয়াল সাক্ষাৎকার ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায় বনানী কার্যালয়ের ২য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকার নেবেন জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এসময় পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০, সেপ্টেম্বর ০৪, ২০২০
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।