ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘বিদেশফেরত শ্রমিকদের কারাগারে পাঠানো বিবেকবানের কাজ না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, সেপ্টেম্বর ৪, ২০২০
‘বিদেশফেরত শ্রমিকদের কারাগারে পাঠানো বিবেকবানের কাজ না’ আ স ম রব

ঢাকা: বিদেশ থেকে হতভাগ্য শ্রমিকরা দেশে আসার পর সহানুভূতির পরিবর্তে কাল্পনিক অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠানো বিবেকবান সরকারের কাজ না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে নিপীড়ন, অবমাননা ও প্রতারণার শিকার হয়ে দেশের মাটিতে ফেরার পর অদ্ভুত অভিযোগ এনে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো নির্মম আচরণ।

নিজ দেশের নাগরিকদের দুঃখ-দুর্দশায় পাশে না দাঁড়িয়ে তাদের নতুন করে চরম দুঃখ-দুর্দশার দিকে ঠেলে দেওয়া কোনো বিবেকসম্পন্ন সরকারের কাজ হতে পারে না।

তিনি বলেন, প্রতারণার শিকার ভিয়েতনামফেরত ৮১ জন, কাতারফেরত দু’জন এবং এর আগে কুয়েত, বাহরাইন ও কাতার থেকে আসা ২১৯ জন অভিবাসীকে সরকার কারাগারে পাঠিয়েছে। এটাই হচ্ছে রেমিটেন্স অর্জনকারী শ্রমিকদের প্রতি সরকারের প্রতিদান। অথচ এই অভিবাসী শ্রমিকদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।  

জাসদের এই নেতা বলেন, অভিবাসীরা বিদেশ থেকে দেশে ফেরার সময় তাদের প্রতি আমরা ন্যূনতম সম্মান না দেখিয়ে বরং ‘নবাবী’ আচরণের অপবাদ দিয়ে সংবর্ধিত করি, রাষ্ট্রদ্রোহী বলে কারাগারে পাঠাই।  

তিনি আরও বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় সরকারের বৈধ অনুমোদন নিয়েই শ্রমিকরা বিদেশে যান। শ্রমিকদের বিদেশে যাওয়ার অনুমতি, ছাড়পত্র, রিক্রুটিং এজেন্টসহ সরকারি কর্মকর্তা যারা প্রতারণা চক্রে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের আজগুবি মামলায় গ্রেফতার সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। অসহায় শ্রমিকরা দূতাবাসে অভিযোগ জানাতে যাওয়ার পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী দূতাবাস দখলের অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।