ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ওলামা লীগে সাম্প্রদায়িক-স্বাধীনতা বিরোধীদের জায়গা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, সেপ্টেম্বর ৫, ২০২০
ওলামা লীগে সাম্প্রদায়িক-স্বাধীনতা বিরোধীদের জায়গা নেই

ঢাকা: অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আলেম-ওলামা পীর-মাশায়েখদের সংগঠন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। এ সংগঠনে সাম্প্রদায়িক-স্বাধীনতা বিরোধীদের চেতনা লালনকারী কোনো ব্যক্তির জায়গা নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অপতৎপরতার প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন ওলামা লীগের নেতারা।

ওলামা লীগের সদস্য সচিব মুফকী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, ওলামা লীগ সমমান ইসলামি ১৩ দল নাম দিয়ে যারা সাম্প্রদায়িক কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা মূলত ওলামা লীগকে বিতর্কিত করার জন্য এ কাজ করছে। এদের সাম্প্রদায়িক অপতৎপতার কারণেই ওলামা লীগকে দাপ্তরিকভাবে স্থগিত করেছিল। এছাড়া ওলামা লীগকে যখনই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির দেওয়ার বিষয়ে আন্তরিকভাবে চিন্তা করে তখনই অশুভ চক্রটি ওলামা লীগের ব্যানার ব্যবহার করে নানামুখী অপতৎপরতায় লিপ্ত হয়।

তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে ওলামা লীগ অঙ্গীকারবদ্ধ। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার জন্য ওলামা লীগ রাজপথে অতীতেও যেমন ছিল, ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।