ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পদ হারালেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
পদ হারালেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম সিকদার

সাভার (ঢাকা): সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিকদারের বিরুদ্ধে। তাই সংগঠনের পদ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন দলটির সিনিয়র নেতারা।

 

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে অব্যাহতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।  

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ ঢাকা উত্তরের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সায়েম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাইফুলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।  

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিকদারকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন, শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিদের্শেক্রমে ৪ সেপ্টেম্বর আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইফুল ইসলাম সিকদারের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। এছাড়া গত ২৪ আগস্ট ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।