ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সব কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, সেপ্টেম্বর ৫, ২০২০
ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সব কমিটি বিলুপ্ত

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, কলেজ ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমান রাজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন রুবেল শনিবার ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বাংলানিউজকে বলেন, সব কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে ভেঙে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।

কত দিন নাগাদ নতুন কমিটি গঠন হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ চলছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে খুব শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।