ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দাকোপ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
দাকোপ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

খুলনা: খুলনার দাকোপ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে খুলনা জেলা ছাত্রলীগ দাকোপ উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটির অনুমোদন দেয়। ওই কমিটিতে আজগর হোসেন বাপ্পীকে সভাপতি ও স্বর্ণদ্বীপ জোয়ারদ্দারকে সাধারণ সম্পাদক করা হয়। হত্যা মামলার আসামি হওয়ায় ২০১৮ সাধারণ সম্পাদক স্বর্ণদ্বীপ জোয়ারদ্দারকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তারপর থেকে শুধু সভাপতি আজগর হোসেন বাপ্পী একাই ওই উপজেলা ছাত্রলীগ পরিচালনা করছিলেন। কখনও সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। বর্তমানে দাকোপ উপজেলা ছাত্রলীগের আওতাভুক্ত ৪ টি কলেজ ও ৯টি ইউনিয়ন রয়েছে। তবে কৈলাসগঞ্জ, তিলডাঙ্গা ও বানীশান্তা ইউনিয়নে কমিটি গঠন হয়নি।

এ প্রসঙ্গে খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন একব্যক্তি দ্বারা কমিটি থাকায় দাকোপ উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে সেখানের যেসব কলেজে ও ইউনিয়নে ছাত্রলীগের কমিটি আছে তা বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।