ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পারিবারিক কবরস্থানে আজিজ আহম্মদের দাফন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
পারিবারিক কবরস্থানে আজিজ আহম্মদের দাফন

ফেনী: ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আজিজ আহম্মদ চৌধুরীর দাফন দ্বিতীয় জানাযা শেষে জেলার ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর চৌধুরী বাড়ী কবরস্থানে সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ কবরস্থ করা হয়।

এর আগে, প্রথম নামাজে জানাযায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল ফেনী শহরের মিজান ময়দানে। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও দলমত নির্বিশেষে মুসল্লিরা অংশ নেন জানাযায়।

>>>ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ আর নেই

বাদ আছর শহরের মিজান ময়দানে জানাযায় ইমামতি করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মনছুরুল হক। পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক ওয়াহিদুজজামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, মরহুমের ছোট ছেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ রিয়াদ আজীজ রাজিব।

রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ রাজনীতিক।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।