ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শ্রমিক পার্টিতে ৮ প্রকার মোটরযান শ্রমিক অন্তর্ভুক্ত

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, সেপ্টেম্বর ১২, ২০২০
শ্রমিক পার্টিতে ৮ প্রকার মোটরযান শ্রমিক অন্তর্ভুক্ত

ঢাকা: পার্টির নবম কাউন্সিলে জাতীয় মোটর শ্রমিক পার্টিকে সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় মোটর শ্রমিক পার্টিকে আরো গতিশীল করতে ৮টি শ্রমিক সংগঠনের কমিটি গঠনে নির্দেশনা দিয়েছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেন তিনি।

এই নির্দেশনায় বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, কাভার্ড ভ্যান শ্রমিক, ভারী যানবাহন শ্রমিক, মাইক্রো/প্রাইভেট কার শ্রমিক, সিএনজি/থ্রি-হুইলার শ্রমিক (ইউনিয়ন সহ) এবং ব্যাটারি চালিত অটো রিকশা শ্রমিক (ইউনিয়ন সহ) কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘন্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এসএমএকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।