ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নন্দীগ্রামে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
নন্দীগ্রামে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরেক অংশ আনোয়ার হোসেন রানার বহিষ্কার দাবি করে বিক্ষোভ মিছিল করে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের একাংশ মানববন্ধন কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার শাশুড়ি দেলওয়ারা বেগম বাদী হয়ে রানা ও তার স্ত্রী আকিলা সরিফা সুলতানা খানমসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন। সেই মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরেক অংশ আনোয়ার হোসেন রানার বহিষ্কার দাবি করে দুপুর ১২টার পর বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সভা করে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির প্রমুখ।

পাল্টাপাল্টি এ কর্মসুচি পালন করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই নন্দীগ্রামে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।