ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব আজম খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব আজম খান আজম খান

ঢাকা: বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ আজম খানকে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নুরুল ইসলাম বাবুলকে যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বর্ধিত সভা মহাখালি চ ব্লকে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আমিরে শরিয়ত আল্লামা মুহাম্মদ জাফরুল্লাহ খান। সভায় গত ৫ সেপ্টেম্বর মারা যাওয়া দলের প্রয়াত মহাসচিব হযরত মাওলানা মুহিব্বুল্লাহ আশ্রাফের স্মরণে আলোচনা করা হয়।

পরে সংগঠনের মহাসচিবের শূন্য আসন পূরণের জন্য ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আযম খানকে মনোনীত করা হয়।

সভায় দেশের করোনা পরিস্থিতিতে নিরাপত্তা বজায় রেখে সংগঠনের কাজ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা সভায় দেশে খুন ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন। আর এই পরিস্থিতির জন্য দেশে ইসলামী হুকুমতের কঠোর অনুশাসন না থাকাই প্রকৃত কারণ মনে করা হয়।

সভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় নেতা হযতর মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা আবুল কাসেম কাসেমী, আলহাজ আ. মালেক চৌধুরী, মাওলানা বজলুর রহমান জিহাদী, মুহাম্মদ হোসাইন আকন্দ, হাফেজ জানে আলম, মাওলানা শেখ অহিদুজ্জান জামান, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক শহিদী, মাওলানা ডা. মুহাম্মাদ খালেদ, হাজি দীন ইসলাম, এস এম নাজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।