ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কাপ্তাইয়ে জেএসএসের কালেক্টরকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৯, অক্টোবর ১১, ২০২০
কাপ্তাইয়ে জেএসএসের কালেক্টরকে গুলি করে হত্যা দুর্জয় তঞ্চঙ্গ্যা, ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএসের কালেক্টর বসন্ত তঞ্চঙ্গ্যা ওরফে দুর্জয় তঞ্চঙ্গ্যাকে (৩৫) গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী।  

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্জয় তঞ্চঙ্গ্যা শনিবার সকালে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে কারিগর পাড়ায় এসে যাত্রী নামিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় তার প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, অক্টোবর ১১, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।