ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
নওগাঁয় আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন

নওগাঁ: আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নিবাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নেই। প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বিএনপির কর্মীদের ওপড় হামলা চালাচ্ছেন। পোস্টার ছিড়ে ফেলাসহ মাইক ব্যবহারে বাধা দিচ্ছেন। বিষয়গুলো নিয়ে নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না।  

ভোটে সেনাবাহিনী মোতায়েন ও হটলাইন চালুর দাবি জানিয়েছেন বিএনপির ওই প্রার্থী।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।