ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিচারহীনতার কারণেই অপরাধ বাড়ছে: গয়েশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
বিচারহীনতার কারণেই অপরাধ বাড়ছে: গয়েশ্বর ফাইল ফটো

ঢাকা: বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আইনের সঠিক প্রয়োগ না থাকলে ধর্ষকদের অপকর্ম বন্ধ হবে না বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস মহানগরের উদ্যোগে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ধর্ষণের অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কি কাল থেকে এই অপকর্ম বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। আইন কাগজের মধ্যে থাকলে চলবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। প্রশাসনকে জনগণের পক্ষে আইনের দৃষ্টিতে জনগণকে সুরক্ষা দিতে হবে, জনগণের পাশে থাকতে হবে। অর্থাৎ বিচারহীনতার সংস্কৃতির কারণেই কিন্তু আজ একের পর এক অপরাধ বাড়ছে।

তিনি বলেন, ক্রিমিনাল কোডে লেখা আছে-কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি। আইনের শাসন থাকলে কিন্তু আমরা সেই ক্রিমিনাল কোড প্রয়োগ করতে পারি। আইনের শাসন নেই বলেই প্রশাসনের জবাবদিহিতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই।

বিচার বিভাগ স্বাধীন সংবাদপত্রের মতো কিন্তু বিচারকরা স্বাধীন না। এসকে সিনহা প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে কীভাবে দেশ ছেড়ে যেতে হলো।

জাসাস মহানগরের আহ্বায়ক মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসাসের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক মামুন আহমেদ, জাসাসের আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, শরীফ মাহমুদুল হক, আরিফুর রহমান মোল্লা, জাকির হোসেন রোকন, আব্দুল হান্নান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।