ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপা থেকে চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
জাপা থেকে চিত্রনায়ক সোহেল রানার পদত্যাগ

ঢাকা: চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (১২ অক্টোবর) রাতে সোহেল রানা নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১০ অক্টোবর)  জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর ডাকযোগে পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগের কথা জানিয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারসহ সব পর্যায়ের কমিটি থেকে আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করেছি।

পদত্যাগের কারণ সর্ম্পকে তিনি বলেন, পদত্যাগের অনেকগুলো কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূলের কর্মীদের মূল্যায়ন না করা। যারা দলের জন্য সারাজীবন কাজ করে গেছেন এসব ত্যাগীদের মূল্যায়ন না করায় দল থেকে পদত্যাগ করছি বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।