ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমাদের নেতাকর্মীদের কিছু হলে সব বন্ধ হয়ে যাবে: সালাহউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আমাদের নেতাকর্মীদের কিছু হলে সব বন্ধ হয়ে যাবে: সালাহউদ্দিন গণসংযোগ করছেন ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: ঢাকা-৫ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের নেতাকর্মীদের কিছু হলে সবকিছু বন্ধ হয়ে যাবে।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডেমরা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গণসংযোগ শেষে পথসভায় সালাহউদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি আওয়ামী সন্ত্রাসী বাহিনী ঘরে ঘরে গিয়ে আমাদের পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছে। তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টায় লিপ্ত আছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতাকর্মীদের যদি কিছু হয় এ ডেমরা বিশ্বরোডসহ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে।

আগামী ১৭ অক্টোবর পোলিং এজেন্ট যেন কেন্দ্র থেকে বের করে না দেয় এবং সুষ্ঠু ভোট হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিএনপির এ প্রার্থী।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১৭ অক্টোবর আল্লাহর সৃষ্টি নেয়ামত ধানের শীষে ভোট দেবেন। যে নেয়ামত খেয়ে আমরা বেঁচে থাকি।

ডেমরা নড়াইবাগ-মিরাপাড়া মসজিদ থেকে বিকেল ৩টায় শুরু হওয়া গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদের সমর্থকরা ‘ধর্ষণের বিচার চাই, ধানের শীষে ভোট চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই, ধানের শীষে ভোট চাই’, সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন।

পরে ডেমরা বাজার হয়ে স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ করেন বিএনপি প্রার্থী।
 
এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, মিজানুর রহমান ভাণ্ডারী, আনোয়ার হোসেন সরদার, মাসুম দেওয়ান, মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাঈদ আহমদ শাহীন, আবু হানিফ, আজিজুর রহমান আজিজ, তাজ মাহমুদ, শাওন মোল্লাসহ কয়েকশ’ নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।