ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনুপ্রবেশকারীরা দলকে বিতর্কিত করার চেষ্টা করছে: হুইপ স্বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
অনুপ্রবেশকারীরা দলকে বিতর্কিত করার চেষ্টা করছে: হুইপ স্বপন

লালমনিরহাট: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, সুবিধাভোগীরা কৌশলে দলে অনুপ্রবেশ ঘটিয়ে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয় সবাইকে সর্তক হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে করোনা মহামারিতে সবকিছু বন্ধ থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল না। একই পরিবারের সবাই দলের বড় পদে থাকা যাবে না। এ ধরনের দলীয় স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।