ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসা, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, সানারপাড় রুস্তম আলী হাই স্কুল ও ফুলকলি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬ নম্বর ওয়ার্ডের ভ্যামুইল আইডিয়াল স্কুল থেকে বিএনপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে এসব কেন্দ্রের একাধিক প্রিজাইডিং অফিসার বাংলানিউজকে বলেন, ‘সকালে সব কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল। তবে কেউ ইচ্ছে করে চলে গেলে আমরা কী করবো? কেন্দ্রগুলোর পরিবেশ অত্যন্ত ভালো। আমরা সব প্রার্থীর পোলিং এজেন্টদের নিরাপত্তা দিচ্ছি। ’

এ ব্যাপারে সারুলিয়া ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার প্রিজাইডিং অফিসার নাজমুল হক বাংলানিউজকে বলেন, ‘আমার কেন্দ্রে একজন বিএনপির পোলিং এজেন্ট রয়েছে, বাকিরা আসেননি। আসলে অবশ্যই আমরা তাদের বসিয়ে দেবো এবং তাদের যদি কেউ ডিস্টার্ব করে, সেটিও আমরা দেখবো। ’

এদিকে, ডগাইর দারুস সুন্নত ফাজিল মাদ্রাসায় বিএনপি এজেন্ট শাহেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘সকালে আমরা সবাই এসেছিলাম। আমাদের কাগজ গেট থেকে ছিঁড়ে ফেলে তাড়িয়ে দেওয়া হয়েছে। এক ঘণ্টা পর আমি একা এসেছি কোনো মতে, বাকিরা আসতে পারেননি। আওয়ামী লীগ নেতাকর্মীরা গেট থেকেই তাদের ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। ’

অপরদিকে, মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রের বাইরে কী ঘটছে, এটি আমাদের দেখার বিষয় না। কেন্দ্রের ভেতরে পরিবেশ সুষ্ঠু রয়েছে। সকালে বিএনপির এজেন্টরা আসলেও পরে তারা চলে গেছেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।