ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাপার এমপি বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাপার এমপি বাবলা

ঢাকা : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা: এবিএম সারোয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জ্বর ও শরীর ব্যথার উপসর্গ থাকায় শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এমপি বাবলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এছাড়া শনিবার বিকেলে বাবলার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।  

এদিকে বাবলার সুস্থতা কামনা করে তার নির্বাচনী এলাকা পুরান ঢাকার শ্যামপুর কদমতলীর বিভিন্ন মসজিদ দোয়া ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাবলার স্ত্রী সালমা হোসেন তার আশু রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ সময় ২৩৫৬ ঘন্টা, অক্টোবর ১৭, ২০২০
এসএমএকে/টিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।