ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ৪ নেতার ত্যাগের মহিমা জাতির পথচলার পাথেয়: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
জাতীয় ৪ নেতার ত্যাগের মহিমা জাতির পথচলার পাথেয়: তাপস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় চার নেতার ত্যাগের মহিমা আমাদের জাতির পথচলার পাথেয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর একটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

 

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজকের দিনে আমাদের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতা ত্যাগের মহিমার যে নজির স্থাপন করে গেছেন, সেটাই আমাদের জাতীর পথচলার পাথেয়।  

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমাদের জাতীয় চার নেতা ত্যাগ নীতি ও আদর্শের সঙ্গে কখনোই আপস করেননি। সেই পথেই আমরা এগিয়ে চলেছি। সেই পথেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। যে বাংলাদেশের জন্য আমাদের জাতীয় চার নেতা ত্যাগ স্বীকার করেছিলেন, সেই বাংলাদেশ আজকের বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।