ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৬, নভেম্বর ১৪, ২০২০
ইশরাকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মশাল মিছিল

ঢাকা: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতের এ মশাল মিছিলটি রাজধানীর টিকাটুলি মোড় থেকে শুরু হয়ে মতিঝিলে গিয়ে শেষ।

এ সময় ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা এবং বানোয়াট দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা।

মশাল মিছিল অংশ নেন-ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জে এফ নাঈম, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মামুন, সাইফ আহমেদ হিমু, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ফাহিম, গেন্ডারিয়া থানার ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির হোসেন, ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খান, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।