ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বীরউত্তম কর্নেল তাহেরের নামে সরকারি স্থাপনা নামকরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
বীরউত্তম কর্নেল তাহেরের নামে সরকারি স্থাপনা নামকরণের দাবি বীরউত্তম কর্নেল আবু তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করছেন জাসদের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বীরউত্তম কর্নেল আবু তাহেরের নামে সরকারি স্থাপনা অথবা সড়কের নামকরণ করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) বীরউত্তম কর্নেল তাহেরের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের কাছে তারা এ দাবি জানান।



শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ কার্যালয়ে ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরউত্তম কর্নেল আবু তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জাসদের নেতাকর্মীরা।  

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, জাসদের অর্থবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, জনসংযোগবিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বীরউত্তম কর্নেল আবু তাহেরের ৮২তম জন্মদিন উপলক্ষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে তার ৮২তম জন্মদিন উপলক্ষে তার পরিবার-পরিজন-সহযোদ্ধা-সুহৃদ ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে জাসদ নেতারা বীরউত্তম কর্নেল আবু তাহেরের নামে ঢাকায় একটি সরকারি স্থাপনা অথবা সড়কের নামকরণ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সব মহলের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।