ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করোনা আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, নভেম্বর ১৬, ২০২০
আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করোনা আক্রান্ত ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর

ঢাকা: আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে তার করোনা ভাইরাসের পরীক্ষায় কোভিট-১৯ পজেটিভ ফলাফল আসে।  

আইইবির পিআরও ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


ইমরান হোসেন বলেন, তার শারীরিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি বাসায় আসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি দেশবাসির কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।