ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, নভেম্বর ১৮, ২০২০
খাগড়াছড়িতে পুলিশি বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে পুুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা ছাত্রদল।  ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।  

মিছিলটি মূল সড়কে যেতে চাইলে ভাঙাব্রিজ এলাকায় পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক আবুল কাশেম রাসেল।  

বক্তারা অভিযোগ করেন, পাতানো ও জালিয়াতির নির্বাচন থেকে জনগণের দৃষ্টি দূরে  রাখার জন্য বাস পুড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে পুনঃনির্বাচনসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা, পৌর ও কলেজসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।