ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফতুল্লায় পদত্যাগ করলেন ছাত্রদলের ৩ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ফতুল্লায় পদত্যাগ করলেন ছাত্রদলের ৩ নেতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কসহ কমিটির অপর দুই সদস্য স্বজনপ্রীতি, বিবাহিত, অছাত্র ও অযোগ্যদের দিয়ে কমিটি গঠনসহ নানা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা ছাত্রদলের তিন নেতা হলেন- ফতুল্লা থানার নব গঠিত ছাত্রদল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লেলিন আহম্মেদ ও নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন ইফতি ও নজরুল ইসলাম তুরান।

বুধবার (১৮ নভেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক রাকিব হোসেন রাজ তিন ছাত্রদল নেতার পদত্যাগ করার বিষয়টি গণমাধ্যমকে জানান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাকিব হোসেন রাজ বাংলানিউজকে জানান, অযোগ্যদের দিয়ে কমিটি গঠনসহ নানা অনিয়মের অভিযোগ এনে ফতুল্লা থানা ছাত্রদলের নব গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লেলিন আহম্মেদ একই কমিটির সদস্য শওকত হোসেন ইফতি ও নজরুল ইসলাম তুরান পদত্যাগ করেছেন।

চলতি মাসের প্রথম দিনে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ত্যাগী পরীক্ষিত, নির্যাতিতদের বাইরে রেখে অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত, অযোগ্যদের স্থান দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ এনে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ফতুল্লা থানার বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই ইতোমধ্যে ফতুল্লা থানা ছাত্রদলের নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব রিয়াদ আহম্মেদকে ভুয়া সনদপত্র দেওয়ার অভিযোগে ও বিবাহিত হওয়ার বিষয়টি গোপন রাখার অভিযোগে আহ্বায়ক কমিটির সদস্য সচিব রেমন রাজিবকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।