ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সপরিবারে করোনায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, নভেম্বর ২৭, ২০২০
সপরিবারে করোনায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু শামীমা বরকত লাকী ও বরকত উল্লাহ বুলু

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করোনা ভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিনী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের (সাবিত) করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এদিন রাতেই তারা রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আবদুল্লাহ'র অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই শারীরিকভাবে ভালো আছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।