ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সা. সম্পাদক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, নভেম্বর ২৭, ২০২০
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সা. সম্পাদক কারাগারে গ্রেফতার আব্দুল্লাহ আল কায়েস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

কায়েস কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের আবুল ফজল সাচ্চুর ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কায়েসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কায়েস। অন্য তিনটি মামলায় তিনি জামিনে রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৭s, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।