ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সমাবেশস্থল ঘিরে জলকামান-সাঁজোয়া যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বিএনপির সমাবেশস্থল ঘিরে জলকামান-সাঁজোয়া যান

বরিশাল: নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।  

বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরইমধ্যে জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ, জলকামানসহ পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে।  

তবে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বলে দাবি করেছে বরিশাল মহানগর বিএনপি।  

বুধবার এক মতবিনিময় সভায় বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাত থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে  বিএনপি নেতা-কর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা করি সরকার আমাদের অনুমতি দিয়ে সমাবেশ সফল করার কাজে সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।