ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, মার্চ ২৬, ২০২১
জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

স্মৃতিসৌধ (সাভার) থেকে: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

এসময় দেশ ও জাতির কল্যাণের জন্য মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, সারা বাংলাদেশকে এবং বিএনপি নেতাদের জিম্মি করে রাখা হয়েছে। সাধারণ মানুষ আজ স্বাধীন ভাবে উদযাপন করতে পারছে না। আজ বিদেশি রাষ্ট্র প্রধান এসেছেন তাকে আমরা সম্মানিত করতে চাই। কিন্তু তাদের নিরাপত্ত দিতে গিয়ে আজ সবাইকে ঘরের ভেতর বন্দি করে রাখবে। এর নাম স্বাধীনতা নয়।

বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক আবু হাসমত বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপন করার কথা ছিলো তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে। কিন্তু তাদেরকে ছাড়াই আমরা উদযাপন করতে যাচ্ছি।

এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।