ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মোদীর সঙ্গে জাপা নেতাদের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
মোদীর সঙ্গে জাপা নেতাদের বৈঠক

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক করেছেন। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাপা নেতারা মোদীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।  

এ সময় জাপা চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জিয়াউদ্দিন বাবলু, এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদী ২৬ মার্চ দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।