ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরতালে পল্টনে হেফাজতের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
হরতালে পল্টনে হেফাজতের মিছিল মিছিল/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কর্মী হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা হরতাল নিরুত্তাপ ভাবে পালিত হচ্ছে।  

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টন এলাকায় মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে তাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিপরীত পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

সরজমিন ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদ ঘিরে হেফাজত নেতাকর্মীদের খুব বেশি তৎপরতা নেই। সেখানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়। তবে তাদের বায়তুল মোকাররম মসজিদের বিপরীত পাশে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতাকর্মীদের কোনো বাধা দিতে দেখা যায়নি।  

পল্টন, মতিঝিল, বিজয়নগর ও আশপাশ এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকায় কোনো বিশৃঙ্খলা নেই। সড়কে বিভিন্ন গন্তব্যের গণপরিবহন চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।