ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে জামায়াতের ৮ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ফেনীতে জামায়াতের ৮ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ

ফেনী: ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুর থেকে জামায়াতের আট নেতাকর্মীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বুধবার (৩১ মার্চ) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ বাংলানিউজকে জানান, সকালে কয়েকজন নেতাকর্মী ওই গ্রামের রেজাউল হক মাস্টার নামে এক জামায়াত নেতার বাড়িতে জড়ো হয়।

সেখানে গোপন সভা চলাকালে আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা টের পেয়ে ঘেরাও করে পুলিশে খবর দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গিয়ে তাদের নিয়ে যায়। আটকদের মধ্যে ফেনী সদর উপজেলা জামায়াতের আমির মো. আবদুর রহিম (৪৫), কাজীরবাগ ইউনিয়ন জামায়াতের আমির মো. সাইফুল ইসলাম (৪৫), জামায়াত কর্মী মো. সাহাব উদ্দিন মৃধা (৬০), মো. দেলোয়ার হোসেন (৩৭), টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মসজিসের ইমাম মো. রহমত উল্লাহ্ (৩৭), মো. এরফানুল হক ভূইয়া (৩৯), মো.জয়নাল আবেদীন (২৯), পশ্চিম কাজীরবাগ বাইতুল নুর জামে মসজিদের খতিব মাওলানা মো. ওমর ফারুক পাটোয়ারী (৫০) রয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনএম নুরুজ্জামান জানান, আটকের সময় তাদের কাছে ধর্মীয় বই ও জিহাদি লিফলেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।