ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেসবুকে হরতালের ছবি দেখে হেফাজত কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
ফেসবুকে হরতালের ছবি দেখে হেফাজত কর্মী গ্রেফতার গ্রেফতার মো. রাশেদুজ্জামান ওরফে মুন্না।

নারায়ণগঞ্জ: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় এক হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এর আগে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হেফাজত কর্মীর নাম মো. রাশেদুজ্জামান ওরফে মুন্না (২২)। মুন্না খুলনার পাইকগাছার রফিকুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে মশিউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় গত ২৮ মার্চ হেফজতে ইসলামের হরতালের সহিংসতায় অংশ গ্রহণকারীদের বিভিন্ন ছবি প্রকাশিত হলে ওই ছবি ও ভিডিও সংগ্রহ করে পর্যালোচনা করে তাকে গ্রেফতার করা হয়।

বাংলা‌দেশ সময়: ২০০৭ ঘণ্টা, এ‌প্রিল ১০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।