ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা জামায়াত আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, মে ১০, ২০২১
উল্লাপাড়া উপজেলা জামায়াত আমির গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী জিহাদীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাহান আলী জিহাদী উল্লাপাড়া পৌর এলাকায় ঘোষগাঁতী মহল্লার বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাশ জানান, রোববার উপজেলার বেশ কয়েকটি গ্রামে গোপন বৈঠকে অংশ নেন শাহজাহান আলী। সবশেষ গভীর রাতে উলিপুর এলাকায় বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তিনি। খবর পেয়ে বোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতার শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মে ১০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।