ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নীলফামারীতে মেয়রের ঈদ উপহার পেলেন ২৫৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৭, মে ১০, ২০২১
নীলফামারীতে মেয়রের ঈদ উপহার পেলেন ২৫৭ জন

নীলফামারী: নীলফামারীতে সেলাই খরচসহ শহরের ২৫৭ জন ইমাম মুয়াজ্জিনকে ঈদ উপহার দিয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেলাই খরচসহ পায়জামা-পাঞ্জাবি কাপড় এবং ইফতার।

সোমবার (১০ মে) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বক্তব্য দেন।

এছাড়াও অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ও নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, মে ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।