ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন যুবদল নেতা জাকির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মে ১৯, ২০২১
জামিনে মুক্তি পেলেন যুবদল নেতা জাকির

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিমের প্রধান জাকির হোসেন সিদ্দিকী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন বাংলানিউজকে জানান, জাকির সিদ্দিকী বুধবার (১৯ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মসূচি চলাকালে জাকির সিদ্দিকী গ্রেফতার হয়েছিলেন। গত ১১ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। প্রায় চারমাস পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।

কারাফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।