ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য: জি এম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, মে ২৬, ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য: জি এম কাদের

ঢাকা: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

বুধবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ অভিনন্দন জানান।

জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র। বৌদ্ধধর্ম মতে এদিনে গৌতম বুদ্ধের জন্ম,  বোধিজ্ঞান এবং মহাপ্রয়াণ হয়েছিল।   

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে সব ধর্মের উৎসবে সবার অংশগ্রহণ আমাদের ঐতিহ্য। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এবং সম্ভব হলে ঘরে থেকেই বৌদ্ধ পূর্ণিমার প্রার্থনা করতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৬, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।