বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদি হাসান বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মে) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, মেহেদি হাসান বাবু কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রয়াত এসএম মাহফুজুর রহমানের বড় ছেলে। কয়েক দিন আগে মাহফুজুর রহমান মারা যান। তার মৃত্যুর পর উপজেলা পরিষদের উপ-নির্বাচন লক্ষ করে কতিপয় ব্যক্তি মেহেদি হাসান বাবুর দলীয় মনোনয়ন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। বাবু ও তার পরিবার নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এলাকার মানুষ এসএম মাহফুজুর রহমানের পরিবারের কাছে নিরাপদ ছিল। তারা এলাকার মানুষকে ভালবাসে। আগামীতে আমরা এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবুকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
মানববন্ধনে বক্তব্য দেন- রাড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ দত্ত, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রায়ত এসএম মাহফুজুর রহমানের স্ত্রী রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাসলিমা বেগম, নাজমা বেগম, সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণ প্রসাদ দেবনাথ, রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ তুহিন মাহমুদ, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, ছাত্রলীগ নেতা ইউসুফ শেখ, হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৯, ২০২১
এনটি