ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

একই স্থানে আ.লীগের দু’পক্ষের সভা, সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, মে ৩০, ২০২১
একই স্থানে আ.লীগের দু’পক্ষের সভা, সাদুল্লাপুরে ১৪৪ ধারা জারি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে একই স্থানে আওয়ামী লীগের দু’পক্ষ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০ মে) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ লক্ষ্যে শনিবার (২৯ মে) রাত থেকে শহরে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, রোববার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া খন্দকার। এদিকে, ওই স্থান ও সময়ে পৃথক সভা আহ্বান করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব। এমতাবস্থায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ বাংলানিউজকে জানান, যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, মে ৩০, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।